আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বান্দরবানে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম-বান্দরবান মহা সড়কের বাইতুল ইজ্জত থেকে শুরু হয়ে বান্দরবান রাজার মাঠে এসে এ প্রতিযোগিতা শেষ হয়।এ সময় প্রতিযোগিরা প্রায় ১৮ কিলোমিটার পথ অতিক্রম করেন।ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন।এসময় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক ও জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সিং ইয়ং ম্রো,বান্দরবান সেভেন ফিল্ড এ্যাম্বুলেন্স এর বিশেষজ্ঞ চিকিৎসক মেজর ডা: মোসলেহ উদ্দিন,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উচিং মং,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মং চিং প্রু নজি এসময় উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষক এম এ মোমেন চৌধুরী।
স্থানীয় ক্রীড়াবিদ,জেলা পরিষদ ও পুলিশের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় অর্ধশত প্রতিযোগী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন।১ ঘন্টা ৩০ মিনিট সময় নিয়ে রাজার মাঠে পৌঁছে ১ম স্থান অধিকার করে আব্দুল্লাহ আল নোমান।২য় স্থান অধিকার করেন মো.কাউছার এবং ৩য় স্থান অধিকার করে মো.রুবেল।