

ক্রীড়াক্ষেত্রে বান্দরবানকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রতি মাসে একটি করে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিলেন বান্দরবানের জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি।সেই লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে সাথে নিয়ে জেলা প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।ইতিমধ্যে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বান্দরবান জেলার নারীরা ২য় স্থান অর্জন করে।ভারতের নারীদের সাথে লড়াই করে বান্দরবান জেলার নারী প্রতিযোগীদের এমন গৌরবোজ্জ্বল সাফল্য প্রশংসিত হয় সর্বমহলে।পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এবার তাদের এই সাফল্যকে আরও বর্নিল করে তুললেন জেলা প্রশাসক নিজেই।মঙ্গলবার জেলা প্রশাসক ইয়ছমিন পারভীন তিবরীজির সাথে সাথে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ম্যা নি প্রু এবং কোষাধ্যক্ষ নিনি প্রু এর নেতৃত্বে বান্দরবান জেলা নৌকা বাইচ টিমের নারী সদস্যরা সাক্ষাৎ করেন।এসময় তাদের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে নৌকাবাইচ টিমকে অভিনন্দন জানানোর পাশাপাশি দশ হাজার টাকার একটি চেক শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন।এসময় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এবিষয়ে নিনি প্রু বলেন,বান্দরবানের সম্মানিত জেলা প্রশাসক বরাবরই মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আমাদের বিভিন্ন কার্যক্রম গুলোকে নানাভাবে সহায়তা করে আসছেন।ক্রীড়ার মান উন্নয়নে একজন অভিভাবকের ন্যায় পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন।ভালো ফলাফলের পাশাপাশি খারাপ ফলাফলগুলো কিভাবে কাটিয়ে উঠা যায় তা নিয়েও জেলা প্রশাসক মহোদয় নানা দিকনির্দেশনা দিচ্ছেন এবং আমরা সেভাবেই বান্দরবান জেলার ক্রীড়া ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।