লামায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান


বান্দরবান অফিস প্রকাশের সময় :১৪ সেপ্টেম্বর, ২০১৭ ২:১৮ : পূর্বাহ্ণ 721 Views

বান্দরবানের লামায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী।গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দুঃস্থ ও অসহায় পাঁচ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালীদের মাঝে এ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়।দিনব্যাপী চলে এই কার্যক্রম।লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান (পিএসসি) ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রæ মারমা পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর ক্যাপ্টেন ডা.আসিফুর রহমান ও ক্যাপ্টেন ডা.নিগার সুলতানার নেতৃত্বে সেনা সদস্যরা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।চিকিৎসা সেবা নিতে আসা অনেকে জানায়,তারা সেনাবাহিনীর কাছ থেকে ফ্রি ব্যবস্থাপত্র ও ভালো মানের ওষুধ পেয়েছেন।এতে তারা খুব খুশি। মাঝে মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প করার জন্য অনুরোধ করেন।ইউনিয়নের দুর্গম এলাকার অনেক দরিদ্র নারী-শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ফ্রি চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন।রুপসিপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আলীকদম জোনের এই মহতি উদ্যোগকে স্বাগত জানানো হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!