লামায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে


লামা প্রতিনিধি প্রকাশের সময় :১৭ জানুয়ারি, ২০১৯ ৭:২৮ : অপরাহ্ণ 683 Views

বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) দুপুরে লামা উপজেলা পরিষদ হলরুমে সরকারি-বেসরকারি ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি সভাপতিত্ব করেন।

সভায় লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শরাবান তহুরা, অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। এছাড়া জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ ব্যক্তিরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন। ইউপি চেয়ারম্যানরা ইউনিয়ন পরিষদ সমুহের নিজস্ব আয়ের সম্ভাব্য দিকগুলো তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধিতে বাধা দূরীকরণ, আশ্রয়ন প্রকল্প সমুহের সংস্কার ও ভূমি জটিলতা নিরসন পূর্বক আশ্রিত মানুষের সেবা প্রদানের কথা জানান। বক্তারা জেলা প্রশাসকের মাধ্যমে মিরিঞ্জা পর্যটনকে ঢেলে সাজানো সহ লামার পর্যটন শিল্পের বিকাশের আহবান করেন।

লামা পৌর শহরসহ আশপাশের গ্রামগুলোকে বন্যার কবল থেকে রক্ষায় নদীর গতি পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় সহযোগিতার দাবী জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বলেন, দক্ষ জনশক্তি বৃদ্ধিতে লামা উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠিত করা হবে। তিনি আরো বলেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হতে পারে না। তাই সব শিশুকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। উপজেলার সকল বিদ্যালয় গুলোতে বিদ্যমান শিক্ষক সংকট নিরসন সহ অন্যান্য সমস্যা দ্রুত নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেষে তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!