

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রত্যক সরকারি অফিসকে অভিযোগগুলোর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেছেন দুদক কমিশনার ড.নাসিরউদ্দীন আহমেদ।তিনি বলেন,যে কোন অফিস থেকে সেবাগ্রহীতারা যেসব অভিযোগ করেছে তার সমাধান হিসেবে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানার জন্য প্রতিমাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলোআপ করা হবে।প্রত্যেক সরকারি অফিসকে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য সেবার মূল্য তালিকা এবং সিটিজেন চার্টার লাগাতে হবে।বুধবার (১২ এপ্রিল) সকালে লামা উপজেলা পরিষদ কমপ্লেক্সে দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত গণশুনানীর প্রথম পর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দুর্নীতি দমন কমিশন,সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি,চকরিয়া ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) লামা উক্ত ফলোআপ গণশুনানীর আয়োজন করে।উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু এর সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃজসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বান্দরবার জেলা পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়, টিআইবি’র পরিচালক জসিম উদ্দিন ফেরদৌস,দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মোঃমনিরুজ্জামান,দুদকের বিভাগীয় পরিচালক মোঃআবু সাঈদ,উপ-পরিচালক সৈয়দ আহমেদ,সনাক চকরিয়ার সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী,দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উপজেলা সভাপতি মোঃআইয়ুব প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এবং স্থানীয় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।আলোচনা সভা শেষে অনুষ্ঠিত গণশুনানীর মূল সেশানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ জনগণের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন। যেসব অফিস গণশুনানীতে অংশগ্রহণ করেন সেগুলো হলো যথাক্রমে উপজেলা ভূমি অফিস,সাব-রেজিষ্ট্রি আফিস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বিদ্যূৎ উন্নয়ন বোর্ড, হিসাবরক্ষণ অফিস,মাধ্যমিক শিক্ষা অফিস,প্রাথমিক শিক্ষা অফিস,সমাজেসেবা অফিস,সমবায় অফিস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।এক প্রশ্নকর্তার জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.উইলিয়াম লুসাই বলেন,আগামী এক মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এক্স-রে মেশিন মেরামত করে পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন।এক সাংবাদিক প্রশ্ন করেন প্রাথমিক শিক্ষা অফিসে জাল সার্টিফিকেট দিয়ে চাকুরী দেয়া হয়।এবিষয়ে তথ্য চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা দিতে চায় না।এ বিষয়ে শিক্ষা অফিসার যতিন্দ্র মোহন মন্ডল বলেন,সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে,কিন্তু তারা কোন তথ্য না দেয়ায় তথ্য দেয়া সম্ভব হয়নি।বিদ্যুৎ বিভাগের উপর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী অলিউল ইসলাম বলেন,মিটারের নামে আদায়কৃত অর্থ ফেরত দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।গণশুনানী শেষে সরকারি কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্যে দুদক কমিশনার বলেন,প্রত্যেক অফিসকে তাদের তথ্য কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর তাদের দপ্তরে দৃশ্যমান স্থানে টাঙ্গাতে হবে।তিনি বলেন,সব অফিসকে সিটিজেন চার্টার লাগাতে হবে এবং সেবার মূল্য তালিকা প্রদর্শন করতে হবে।লামা উপজেলা প্রশাসনকে প্রত্যেক সপ্তাহে সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৫ পর্যন্ত গণ শুনানী আয়োজন করার জন্য নির্দেশ প্রদান করেন।সবশেষে তিনি সকলকে হালাল জীবিকার মাধ্যমে জীবন ধারণের আহবান জানান।