

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের রোয়াংছড়িতে একদিনের সরকারি সফরে গিয়ে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।গত সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব বেসিক কম্পিউটার প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রোগ্রামার রাশেদুল আলমের সঞ্চালনায় রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাউসাং মারমা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত চাকমা,তারাছা ইউপির চেয়ারম্যান উথোয়াইচিং মারমা,সিনিয়র সহকারি শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা প্রমুখ।অনুষ্টানে প্রধান অতিথি জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে এই ডিজিটাল ল্যাব অক্লান্তিক পরিশ্রমের।বর্তমান যুগে কম্পিউটার জানা আবশ্যক।বিশ্বের সব তথ্য জানতে হলে সবার প্রয়োজন তথ্য প্রযুক্তি জ্ঞান।পড়া লেখার পাশা পাশি সকল শিক্ষার্থীর এ সব কম্পিউটার জানা থাকলে সরকারি-বেসরকারি চাকুরি করতে বিশেষ অগ্রাধিকার হয় বলে জানান প্রধান অতিথি।তিনি এসময় আরো বলেন,প্রথাগত বাল্য বিবাহকে রোধ করতে হবে।নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকলকে সোচ্চার হতে হবে।পরে উপজেলা পরিষদের আয়োজিত একটি বাড়ি একটি খামার কর্মশালায় উদ্বোধন এবং রোয়াংছড়ি উপজেলায় ইংরেজী ভাষা ক্লাব এর অনুষ্ঠানে যোগ দেন অতিথিগন।