

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের রাজবিলা এলাকায় চাঁদাবাজদের গুলিতে এক মোটরসাইকেল চালক আহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর আতংকে ব্যবসায়ীরা ওই এলাকার তাইংখালী বাজারের দোকানপাট বন্ধ করে দেন।ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে তাইংখালী বাজারে।এলাকায় বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,গতকাল বুধবার দুপুরে তাইংখালী বাজারে চাঁদাবাজ সন্ত্রাসীরা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোঃ আলিমের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার চাবি কেড়ে নেয়।এ সময় ওই এলাকার আরো বেশ কয়েকজন মোটরসাইকেল চালক ঘটনার প্রতিবাদ জানাতে উপস্থিত হলে সন্ত্রাসীরা আবদুল আলিমকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়ে।গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও আহত হয় আবদুল আলিম।স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম মিটু জানান, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মটরসাইকেল চালক মোঃ আলিম সামান্য আঘাত পেয়েছেন।তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।ঘটনার পর বান্দরবান সদর হতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য গিয়ে তাইংখালী বাজারে টহল দিচ্ছেন।এলাকায় অভিযানও শুরু করেছে সেনাবাহিনী। তবে আতংকে ব্যবসায়ীরা তাইংখালী বাজার বন্ধ করে দিয়েছেন।এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সম্পা রানি সাহা জানান,কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।সেখানে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।আহত মোঃআলিম রাজবিলা ইউনিয়নের ইসলামপুর এলাকার হাকিমপুর পাড়ার মনসুর গাজির ছেলে।সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল মসিউর রহমান জানান,গত এক মাস ধরে ঐ এলাকায় চাঁদাবাজদের কয়েকটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে।তাদেরই একটি গ্রুপ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।তবে এলাকায় সন্ত্রাস দমনে সব ধরনের নিরাপত্তা মূলক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।