দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ বলে স্বীকার করে নিয়ে তাকে পৃষ্ঠপোষকতা করার জন্য আওয়ামী লীগকেই দোষী করেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ।গণতন্ত্রের জন্য শহীদ নূর হোসেনকে নিয়ে রাঙ্গাঁর বক্তব্য নিয়ে সংসদে কড়া সমালোচনা করেছেন তার নিজ দলেরই প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) মহান জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতারা রাঙ্গাঁর বক্তব্য নিয়ে সমালোচনায় মুখর হলে কাজী ফিরোজ রশীদ বলেন,মহাসচিবের ওই বক্তব্যের দায় জাতীয় পার্টি নেবে না।
ফিরোজ রশীদ বলেন, “বান্দরকে লাই দিলে মাথায় উঠে…আমরা তো লাই দিইনি;এ সংসদ তাকে লাই দিয়েছে।যার ব্যাকগ্রাউন্ড নেই,কিছু নেই,হঠাৎ করে এনে মন্ত্রী করা হয়েছে।যুবদল করেছে সে,বঙ্গবন্ধু সম্পর্কে এমন কথা বলার দুঃসাহস কোথায় পায়?”
তিনি বলেন, “নূর হোসেন ’৯০-তে তার জীবন দিয়ে গেছেন।যে যুবক গণতন্ত্রের জন্য জীবন দিতে পারেন,স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করতে পারেন সেই সাহসী যুবকের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা আছে।আমরা কখনো এই ধরনের ধৃষ্টতা দেখাই নাই।এই ধরনের অপমানজনক কথা কখনো বলি নাই।এটা কোনো রাজনৈতিক দলের নেতার বক্তব্য হতে পারে না।”
এছাড়া জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্যরা মশিউর রহমান রাঙ্গাকে সংসদে এসে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং জাতীয় পার্টির অবস্থান জানতে চান।
এ বিষয়ে তিনি আরও বলেন, “সংসদে বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা সম্পর্কে বক্তব্য হয়েছে।তার বক্তব্য আমি শুনেছি,আমি সেদিন সভায় ছিলাম না।পরে এটা ভাইরাল হয়ে গেছে।এই বক্তব্য জাতীয় পার্টির বক্তব্য না।এটা কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না।এটা রাঙ্গার নিজস্ব বক্তব্য হতে পারে।এই বক্তব্যের জন্য জাতীয় পার্টি লজ্জিত।আমরা দুঃখিত এবং অপমানিত অনুভব করছি।”