সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন এই মেয়র অনেক কিছুই মনে করতে পারছেন না নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।আইভীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও ল্যাব এইড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী গতকাল শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।আইভীর সর্বশেষ শারীরিক অবস্থা বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।অধ্যাপক ডা.বরেণ চক্রবর্তী বলেন,শনিবার আরেক দফা সিটি স্ক্যানের পর তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।তিনি জানান,হাসপাতালে ভর্তির পরপরই আইভীর মাথায় সিটি স্ক্যান করা হয়েছিল।সেখানে দেখা গেছে,তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।এ ধরনের রোগীদের প্রথম আঘাতের তিন-চারদিন পর আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা থাকে।এ কারণে শনিবার আরেক দফা তার সিটি স্ক্যান করা হবে।আগের রিপোর্টের সঙ্গে পরবর্তী সিটি স্ক্যানের রিপোর্ট মিলিয়ে দেখে চিকিৎসার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।তিনি জানান,আইভী স্বাভাবিক খাবার খাচ্ছেন।অন্য কোনো শারীরিক জটিলতাও তার নেই।তবে তার পায়ের একটি অংশে আঘাতের চিহ্ন ও ফোলা আছে।এর আগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।এক পর্যায়ে তিনি কথা বলতে পারছিলেন না।পরে বমি করা শুরু করেন।শরীরে স্যালাইন পুশ করার পর তার রক্তচাপও কমে যায়।স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ওইদিন রাতেই তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে ল্যাব এইড হাসপাতালের সিসিইউ-১ এ ভর্তি করা হয়।অধ্যাপক ডা.বরেণ চক্রবর্তীর নেতৃত্বে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে নিজ সমর্থকদের সংঘর্ষে পড়ে গিয়ে আহত হন সেলিনা হায়াৎ আইভী।এ সময় তার সমর্থকরা মানবপ্রাচীর তৈরি করে আইভীকে রক্ষা করেন।সেদিন আইভী পায়ে ব্যথা পেলেও দুই দিন পর অসুস্থ হওয়ার সঙ্গে এর সম্পর্ক ছিল না বলে জানিয়েছেন চিকিৎসকরা।এদিকে দলীয় নেতাদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম অসুস্থ মেয়র সেলিনা হায়াৎ আইভি কে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।এসময় তিনি আইভীর মাথায় হাত বুলিয়ে শান্তনা দেন।এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে আইভীর সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাঁর চিকিৎসায় যত্নবান হতে ডাক্তারদের প্রতি অনুরোধ জানান।এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও সারাদেশ থেকে ব্যাক্তিগতভাবে আইভীকে যারা রাজনৈতিক কারণে পছন্দ করেন তারা হাসপাতালে আইভীকে কে একনজর দেখতে ভীড় জমাচ্ছেন।যদিও আইভীকে সিসিইউতে রাখায় খুব বেশী নেতাকর্মীরা ভেতরে ঢুকতে পারছেন না।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.