বিনোদন ডেস্কঃ-ছোটবেলার সব অনুষ্ঠানই নানা রঙের আনন্দে কেটেছে।সেসময়ের বৈশাখ পালনও ঈদের মতো আনন্দে কেটে গেছে।পহেলা বৈশাখেও ঈদ,পূজার মতো সালামি বা উপহার পাওয়ার অপেক্ষায় থাকতাম।পাশাপাশি ইলিশ মাছ খাওয়ার সংস্কৃতিটাও উপস্থিত ছিল।তবে গ্রামে বৈশাখ উপলক্ষে মেলা বসলেও আমার কখনও মেলায় যাওয়া হয়ে ওঠেনি।কারণ ভিড় ঠেলে মেলায় যাওয়াটা একদমই পছন্দ করতাম না আমি।তবে মেলা থেকে যে মিষ্টি জাতীয় খাবারগুলো আনা হতো তা খাওয়া কখনোই মিস করতাম না।কিন্তু এখন শহুরের যান্ত্রিক জীবনযাপন আর ব্যস্ততার আড়ালে গ্রাম্য পহেলা বৈশাখের সবকিছুই যেন হারিয়ে ফেলেছি।
শ্রুতিলিখন:-(((নাহিয়ান ইমন)))