

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বৌদ্ধ পারিবারিক আইন প্রনয়নের লক্ষে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।এ উপলক্ষে আজ সকালে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা,চাকমা রাজা দেবাশীষ রায়, আঞ্চলিক পরিষদের প্রতিনিধি,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাষ্টারসহ অনেকে উপস্থিত ছিলেন।এসময় তিন পার্বত্য জেলার বৌদ্ধ অনুসারী স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা উপস্থিত ছিলেন।এসময় বৌদ্ধ পারিবারিক আইন প্রনয়নের লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তরা।(((পাহাড় বার্তা)))