

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নিয়মিত পরিদর্শন এর অংশ হিসেবে বান্দরবান পৌরসভা পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে এগারোটায় তিনি পৌরসভার কার্যালয় চত্বরে উপস্থিত হন।বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ও ১নং প্যানেল মেয়র দীলিপ বড়ুয়া জেলা প্রশাসক দিলীপ কুমার বণিককে বান্দরবান পৌরসভার সকল কাউন্সিলর,কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বরণ করে নেন।এসময় জেলা প্রশাসক পৌর ভবনের প্রতিটি কক্ষে গিয়ে পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের খোঁজ খবর নেন।ঘন্টা ব্যাপী অবস্থান কালে তিনি (জেলা প্রশাসক) বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।পরে পৌরসভার নিজস্ব মিলনায়তনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বান্দরবান সদর এর পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বান্দরবান এর জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বান্দরবান জেলা শহরের ৯টি ওয়ার্ড এর ওয়ার্ড কাউন্সিলর,সংরক্ষিত নারী আসনের ৩ নারী ওয়ার্ড কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার শামীম হোসাইন,পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম,বান্দরবান পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আরমান চৌধুরী,১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃআবু,৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ,৫নং ওয়ার্ড কাউন্সিলর থুই চিং প্রু লুবু,৭নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল হক শামু,৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম,সংরক্ষিত নারী কাউন্সিলর উজালা তঞ্চংগা,পৌর মেয়র এর একান্ত সহকারী সচিব আশুতোষ কুমার দে আশু প্রমুখ।এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,বান্দরবানে সাম্প্রতিক ঘূর্ণিঝড়,বন্যা আর পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর এই দুর্যোগকালীন সময়ে ও পরবর্তীতে বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান পৌরসভা যৌথভাবে বিভিন্ন আশ্রয়কেন্দ্র গুলো তে আশ্রয় নেয়া বিপদ্গ্রস্ত শিশু নারী পুরুষ এর মাঝে বিনামূল্যে খাবার সরবরাহ সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করে আসছে।যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।এসময় জেলা প্রশাসক ঘূর্ণিঝড় মোরা,২ বারের বন্যা ও ভূমিধ্বস মোকাবেলায় বান্দরবান পৌরসভা কতৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং উন্নয়নের এই অগ্রযাত্রার ধারবাহিকতা রক্ষা করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।