বান্দরবান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা’২০১৯ (এ.জি.এম) অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ রেডক্রিসেন্ট বান্দরবান জেলা ইউনিট কতৃক আয়োজিত বার্ষিক এই সাধারণ সভায় বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ি উদ্যোক্তা অমল কান্তি দাশ কে নতুন ইউনিট সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে।ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসলাম বেবী,জেলা আওয়ামীলীগ সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী,বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির বিগত দুই মেয়াদের সদ্য বিদায়ী সেক্রেটারী একেএম জাহাঙ্গীর,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অমল দাশ (কাউন্সিলর)।
বার্ষিক এই সাধারণ সভায় তিন বছরের জন্য নতুন ইউনিট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।নির্বাচিত এই জেলা ইউনিট ২০২০-২০২২ কার্যমেয়াদে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম চৌধুরীকে নবগঠিত এই ইউনিটের ভাইসপ্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়।এছাড়া সাবেক ও বর্তমান তিন জেলা ছাত্রলীগ নেতা খলিলুর রহমান সোহাগ,নাজমুল হাসান ভুঁইয়া,জেলা ছাত্রলীগ সহসভাপতি নাজমুল হোসেন বাবলু কে ইউনিট কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়।অন্য দুই সদস্য হলেন গ্যাব্রিয়েল ত্রিপুরা,আলী আকতার বনি।এবিষয়ে নবনির্বাচিত ইউনিট সেক্রেটারি ব্যাবসায়ী উদ্যোক্তা অমল কান্তি দাশ সিএইচটি টাইমস ডটকমকে বলেন, রেডক্রিসেন্ট হলো মানবতার সেবায় দিনরাত কাজ করে যাওয়ার মতো একটি বিশ্ব সমাদৃত সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।আমি রাজনৈতিক ও সামাজিক পরিমন্ডলে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি কিন্তু নতুন এই চ্যালেঞ্জ আমার জন্য বিশেষভাবে সম্মানের একটি জায়গা।বান্দরবান জেলায় বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর কাছে আমি দোয়া চাই যাতে সম্মানের সাথে সুন্দর ও নিষ্ঠার সঙ্গে মানবতার এই দায়িত্ব পালন করতে পারি।পাশাপাশি নবনির্বাচিত এই কমিটির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ইউনিট কার্যক্রম শক্তিশালী করতে তাদের সকলের সহযোগিতা কামনা করছি।উল্লেখ্য,বান্দরবান জেলা আওয়ামীলীগে কর্মীবান্ধব সংগঠক হিসেবে ব্যাপক পরিচিত অমল কান্তি দাশ জেলাজুড়ে একজন সফল ব্যাবসায়ী উদ্যোক্তা হিসেবেও পরিচিত।একাধারে তিনি দীর্ঘদিন ধরে বান্দরবান শহর আওয়ামীলীগ সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।বান্দরবান জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে ২০১৩ সাল থেকে ২০১৯ করবর্ষে টানা ৬ বছর ধরে শ্রেষ্ঠ করদাতা হিসেবে জেলা ক্যাটাগরিতে জাতীয়ভাবে পুরষ্কৃত।এদিকে নবনির্বাচিত ইউনিট সেক্রেটারী অমল কান্তি দাশ এর নেতৃত্বে নবনির্বাচিত জেলা রেডক্রিসেন্ট ইউনিট নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানান এবং বান্দরবান জেলা রেডক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত সকলের ইউনিট কার্যক্রমে সাফল্য কামনা করেন।