

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“স্বাধীনতা ও আত্নপ্রত্যয় এর পথে” এই স্লোগান কে মূল প্রতিপাদ্য করে বান্দরবানে ১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে রবিবার সকালে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা পরিষদ সম্মেলন কক্ষে বান্দরবান জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চংগার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বান্দরবানের সিভিল সার্জন ডাঃউদয় শংকর চাকমা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোঃমকসুদ চৌধুরী,সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক কিরন সংকর বিশ্বাস,ডাঃ অং শৈ প্রু চৌধুরী প্রমুখ।আলোচনা সভার প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, “আসুন আমরা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের পাশে দাঁড়াই। তারা আমাদেরই আপনজন।আমি বিশ্বাস করি,সকলের সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ পেলে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা স্বাবলম্বী হয়ে গড়ে উঠে আমাদের জন্য অপার সম্ভাবনা বয়ে আনবে”।আলোচনা সভার শুরুতেই বান্দরবান জেলা পরিষদ এলাকার প্রধান প্রধান সড়কে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর নেতৃত্বে বর্নাঢ্য আয়োজনে র্যালী অনুষ্ঠিত হয়।উল্লেখ্য,সমাজ সেবা অধিদপ্তর কতৃক নিবন্ধিত বান্দরবানের স্থানীয় বেসরকারী সেচ্ছাসেবী সংস্থাগুলো উক্ত আলোচনা সভা ও র্যালী আয়োজনে সহযোগিতা করে।