

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে যুবদলের নতুন কমিটি’র প্রত্যাখান জানিয়ে সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিল করেছে বান্দরবান জেলা যুবদলের একাংশ।গতকাল বৃহস্পতিবার (৭ জুন) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্ট এই সংবাদিক সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আবু বক্কর এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুবদলের সদস্য সচিব শাহাদতহ হোসেন জনি,জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব নেজাম উদ্দীন চৌধুরী,জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃআয়ূব খান,জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃআবুল হোসেন,জেলা যুবদলের সিনিয়র নেতা ল্যাগ্গ্যাচিং মারমা সহ শত শত যুবদলের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহ্বায়ক মোঃআবু বক্কর বলেন,আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বান্দরবান জেলা যুবদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করছি।তিনি বক্তব্যে আরো বলেন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়ের পর বান্দরবান বিএনপির তিন সদস্যেরর আংশিক পকেট কমিটি কোন কর্মসূচী দিতে পারেনি।কেন্দ্রীয় কর্মসূচী পালনের নামে একের পর এক তামাশা করেছে।তিনি আরো বলেন,বিগত ৮-৯ বৎসর যাবত আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে যুবদলের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচি গুলো দায়িত্বের সাথে পালন করে আসছি।আমি ও আমার যুবদলের ত্যাগী নেতা-কর্মীরা নতুন কমিটি কখনো মেনে নিতে পারে না।দুইদিন পূর্বে হঠাৎ করে আমাদের বিরুদ্ধে অপব্যাখ্যা দিয়ে গুটি কয়েক সুবিধাবাধিরা টাকার বিনিময়ে যুবদলের যে নতুন কমিটির কথা বলছে সেটা বান্দরবানের যুবদলকে কখনো সফলতা দিতে পারবে না।আগামী ঈদের পর বান্দরবান জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল মাবুদকে সাথে নিয়ে আমরা গণতান্তিক আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করেই ছারবো ইনশাআল্লাহ।সংবাদ সম্মেলনে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অতিসত্তর নিঃসার্থ মুক্তি জানান।পরে উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন যুবদল নেতা আবু বক্কর।