বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। রবিবার সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে মেমোরিয়াল ডে উপলক্ষে স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে এপর্যন্ত বিভিন্ন সময়ে দায়িত্ব পালনে নিহত পুলিশ সদস্যদের জন্য নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম।
এসময় আন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোবশে^র হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সারয়োর,ডিসট্রিক ইন্টেলিজেন্ট অফিসার মো.বাচা মিয়া, বান্দরবান জেলা ট্রাফিক পরির্দশক মো.সালাউদ্দিন মামুন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল জলিলসহ বান্দরবান জেলা পুলিশের সকল উধ্বর্তন কর্মকর্তা ও সর্বস্থরের পুলিশ সদস্যরা।
এসময় জেলার পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম বলেন,জননিরাপত্তা ও দেশপ্রেম থেকে বাংলাদেশ পুলিশের যেসব সদস্যরা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ পুলিশ বাহিনীতে চির স্মরণীয় হয়ে থাকবে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সারা দেশে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পুলিশ সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।