

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে মাটির বেদীর উপর (হিন্দুদের ঘট বসানোর স্থান) ভেসে উঠেছে রাম কৃষ্ণের প্রতিচ্ছবি!বুধবার এ ঘটনার পর শত শত মানুষ বিষয়টি দেখতে মন্দিরে ভির জমাচ্ছে।জানা গেছে,১৮ অক্টোবর বুধবার বিকেলে বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরে শ্যামা পূজা উপলক্ষে ঘট পরিবর্তন করতে গেলে কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি অনীল কান্তি দাশ মাটির বেদীতে রাম কৃষ্ণের ছবি দেখতে পান।তার কাছে বিষয়টি আশ্চর্য্যজনক মনে হলে তিনি মন্দিরে থাকা অন্যদের ডেকে নিয়ে আসেন।পরে মূহুর্তেই বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাটি দেখতে মন্দিরে ভিড় জমায়।
কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ জানান,এটি ভগবানের পক্ষ থেকে একটি অলৌকিক ঘটনা।মানুষ যখন সৃষ্টিকর্তাকে ভূলে যায় বা ভগবানের সাথে মানুষের দূরত্ব সৃষ্টি হয় তখন এ ধরণের ঘটনা ঘটে।অতীতেও এ ধরণের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে। আমাদের মন্দিরে এ ধরণের একটি অলৌকিক ঘটনা ঘটেছে তাই আমরা ভাগ্যবান।এটি দেখতে লোকজন ভিড় জমিয়েছে।আমরা ভগবান কৃষ্ণের প্রতিচ্ছবি ভেসে উঠা মাটির বেদীটি সংরক্ষণের ব্যবস্থা করব।খবর পেয়ে বিষয়টি দেখতে ছুটে যান বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।তিনি বলেন,ঘটনার পর আমাকে খবর দিলে আমি দেখতে যাই।বিষয়টি দেখে আমার ন্যাচারাল মনে হয়েছে।এটি কারো আঁকা/কৃত্রিম নয়।(((এন.এ.জাকির,বাংলার কাগজ;বান্দরবান)