

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“সোনালী আঁশের সোনার দেশ,পাটপণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা।অতিরিক্ত জেলা প্রশাসক মো:দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা,সহকারি জেলা ম্যাজিস্ট্রেট মো:মুফিদুল আলম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরীসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।সভায় বক্তারা পাটজাত দ্রব্য ব্যবহার ও পাটজাত পণ্যের প্রচার ও প্রসারে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।