
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাসেমসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ।অনুষ্টানে বক্তারা সরকার ২৫মার্চ গণহত্যা দিবস পালন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মুক্তিযোদ্ধা পরিবারকে বিভিন্নভাবে সহয়তা করা ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সকলকে আহবান জানান।