বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে “অভিগম্য আগামীর পথে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন,সিভিল সার্জন ডা:অংসুইপ্র মারমা,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মিল্টন মুহুরী,সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সুয়ালক বান্দরবানের রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদার প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী বিভাগের কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।সমাজের সকলের জন্য সব ধরনের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে প্রশাসনের সকল স্তর নিরলসভাবে কাজ করছে।বিশেষ করে সমাজের প্রতিবন্ধীদের দুর্দশা নিরসনে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি নিয়মিত বাস্তবায়ন করে যাচ্ছে।