

চহ্লা (থানচি) বান্দরবানঃ-থানছি বলিপাড়াতে যুব সমাজ উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্ট উদ্ভোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার (১জুন) বিকাল ৩ ঘটিকায় বলিবাজার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।পরিচালনায় কমিটি সভাপতি চহ্লা মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি লেঃ কর্ণেল হাবিবুল হাসান (পিএসসি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডে সদস্য আক্তার হোসেন,বলিবাজার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল গনি,বাজার কমিটি সভাপতি নীহার বিন্দু চাকমা,সমাজ সেবক কালাম সওদাগর,দোলন ঘোষ প্রমুখ।
রমজান মাসে রাশিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে এলাকায় পাড়াভিক্তিক ‘ঞিঃঞারে’ মিনি ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছে রুমা ও থানছি উপজেলা থেকে মোট ১২টি দল অংশ নিয়ছে। থানছি উপজেলা প্রথমবারে মতন আয়োজন করা হয়েছে মিনি ফুটবল টুর্ণামেন্ট। উদ্ভোধনী খেলায় ক্রংক্ষ্যং পাড়া ১-০ গোলে পরাজিত করেছে আইলমারা পাড়াকে।
পরিচালনায় কমিটিররা জানান, এবারে মতন সর্বপ্রথম হিসেবে “ঞিঃঞারে” মিনি ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করেছি। ঞিঃঞারে অর্থ হচ্ছে মিলেমিশে অর্থাৎ সকল সম্প্রদায় সম্প্রীতি হিসেবে উপভোগ করার জন্য।রমজান মাসে দীর্ঘদিন ছুটিতে বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য একে অপরে পরিচিত লাভ করা জন্য এবং সম্প্রীতি বন্ধনে জন্য এ খেলায় মূল উদ্দেশ্য।এছাড়া সার্বিকভাবে সহযোগীতায় করেছেন ৩৮ বিজিবি।