

বিনোদন ডেস্কঃ-বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।বর ব্যাংকার।নাম জোবাইদুল হক। বছরের শেষ দিনের (৩১ ডিসেম্বর) চমক হিসেবে এমনটাই জানালেন তিনি।দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আসছে এপ্রিলের ২৬ তারিখ হবে বিয়ের আনুষ্ঠানিকতা।নাবিলা বলেন,বিয়ের সবকিছু দুই পরিবারের সিদ্ধান্তে হলেও আমাদের দু’জনার পরিচয় প্রায় ১৮ বছরের।শুধু তাই নয়, আমরা দুজনেই দু’জনার প্রথম প্রেম।আমরা যখন জেদ্দায় থাকতাম,ওদের পরিবারও সেখানে থাকত।দু’জনে একই স্কুলে পড়তাম।তখন থেকে তার প্রতি ভালো লাগা তৈরি হয়।তবে কল্পনাও করিনি,এত দিন পর আমাদের সেই প্রেমের সফল পরিণতি হবে।সবার কাছে দোয়া চাই।
নাবিলার দাদার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও বেড়ে ওঠা সৌদি আরবে।জন্ম সেখানেই।বাবার চাকরি সূত্রে তাঁর কৈশোরের আনন্দময় দিনগুলো কেটেছে জেদ্দা শহরে।নাবিলার বর জোবাইদুল হকের কৈশোরের সময় কেটেছে জেদ্দায়।দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে এখন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।নেত্রকোনার ছেলে জোবাইদুল হক পরিবার নিয়ে উত্তরায় থাকেন।প্রসঙ্গত,টিভি অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে পরিচিতি পেলেও নাবিলা সবাইকে চমকে দেন ২০১৬ সালে মুক্তি পাওয়া অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে।