জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আমরাই গড়ে তুলবো বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি)।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার শান্তি কামনা করে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।বঙ্গবন্ধু ছাড়া এদেশ স্বাধীনতার স্বাদ পেতনা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণে জাতির মেধা ও মননের বিকাশ ঘটিয়ে আলোকিত মানুষ গঠনের লক্ষ্যই হলো বই মেলা।আক্ষরিক জ্ঞান না থাকলে আমাদের মাতৃ ভাষা বিশ্বে স্বীকৃতি পেত না।জ্ঞান অর্জনে নিয়মিত বই পড়তে হবে।বই মেলা শুধু মেলা নয়,জ্ঞান পিপাসুদের জ্ঞান অর্জনের সম্ভার।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড.মোহীত উল আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা,পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম),বান্দরবান সদর জোনের কমান্ডার লে.কর্নেল মো.মইনুল হক (এসইউপি,পিএসসি), স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা.অংশৈ প্রু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া ও রেজওয়ানা চৌধুরী।মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত কুইজের আয়োজন রাখা হয়েছে।তিনদিনব্যাপী মেলায় ৩৪ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে।

এসব স্টলে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে রচিত বিভিন্ন বই প্রদর্শন করা হচ্ছে।বান্দরবান জেলা প্রশাসন সুত্র জানায়, লেখক-পাঠক ও বিক্রেতার সম্মিলনের মাধ্যমে বই পড়ার আগ্রহ সৃষ্টিসহ বিশ্বের সাহিত্য-শিল্প-সংস্কৃতির সাথে এ জেলার মানুষকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার প্রয়াস হিসেবে বইমেলার আয়োজন করা হয়েছে।শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় বইমেলায় দর্শনার্থীদের ভিড় বাড়বে।