

এইচ.এম.শাহিদুল ইসলাম, (স্টাফ রিপোর্টার):-স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’২০১৭ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি বৃহস্পতিবার সকাল এগারোটায় ইসলামী শিক্ষা কেন্দ্রের হাসান বিন সাবেত মিলনায়তনে অনুষ্ঠিত হয়।ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অনির্বান চাকমা,জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এন.ডি.সি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ,ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুছ,জেলা প্রশাসন কার্যালয়ের প্রোগ্রাম সমন্বয়ক মোঃফরিদ,ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা পরিচালক মাওলানা আজিজুল হক প্রমুখ।অনুষ্ঠান সমন্বয় করেন ইসলামিক ফাউন্ডেশন এর মাঠ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ের সুপারভাইজর মাওলানা আবু তালেব নঈমী।আলোচনা সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে পরবর্তী প্রজন্ম কে গড়ে তোলতে এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।