পর্যটন জেলা বান্দরবান আজ থেকে আরো এক ধাপ এগিয়ে গেল: বীর বাহাদুর উশৈসিং এমপি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৩৪ : অপরাহ্ণ 798 Views

বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের স্বাচ্ছন্দে ঘুরে বেড়ানো ও পর্যটন শিল্পের উন্নয়নে চালু হলো টুরিস্ট বাস সার্ভিস। এখন থেকে পর্যটকরা এই বাসে করে জেলার পর্যটন কেন্দ্রগুলো কম খরচে ঘুরে বেড়াতে পারবেন।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান শহরের হিল ভিউ কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুরিস্ট বাসের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় তার সাথে জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম,পুলিশ সুপার জেরিন আখতার, উদ্যোক্তা পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বান্দরবান পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি আবদুল কুদ্দুছ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান,হোটেল হিল ভিউর কর্ণধার মো:আবুল কাসেম সওদাগরসহ বান্দরবানের বিভিন্ন শ্রমিক-মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে হিল ভিউ কনভেনশন সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম পর্যায়ে একটি এসি ও একটি নন এসি বাসে করে পর্যটকরা বান্দরবানের নীলগিরি, নীলাচল, স্বর্ণমন্দির সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে কম খরচে ঘুরে বেড়াতে পারবেন। তবে প্রথম পর্যায়ে শুধুমাত্র হিলভিউ হোটেলের পর্যটকরা এই বাসে করে ঘুরে বেড়াতে পারবেন। পরবর্তীতে এই সেবা আরও সম্প্রসারণ করা হবে।উদ্বোধন শেষে পার্বত্য মন্ত্রী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, পর্যটনশিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায় ছাড়াও ব্যক্তি-উদ্যোগেও এগিয়ে আসতে হবে। দেশের কক্সবাজারের পরেই পর্যটন শিল্পে বান্দরবানের নাম উঠে এসেছে। পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে এ শিল্পের বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন পর্যটন জেলা বান্দরবান আজ থেকে আরো এক ধাপ এগিয়ে গেল।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!