বান্দরবান অফিসঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট।গতকাল মঙ্গলবার বিকালে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে চ্যাম্পিয়ান ও রার্ণারসআপ দলের মাঝে পুরষ্কার বিতরণীর মাধ্যমে এই টুর্ণামেন্টের সফল সমাপ্তি হয়েছে।এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পৃষ্টপোষকতায় চলতি মাসের ৭মার্চ ১২টি দল নিয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছিল। দেশী বিদেশী খেলোয়াড়দের উপস্থিতিতে এই টুর্ণামেটের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি ও পার্শ্ববর্তী এলাকায় ক্রিড়ামোদী মানুষের খোরাক জুগায়।শ্বাসরুদ্ধকর এই ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্ধিতা করে মার্মা পাড়া একাদশ বনাম আশারতলী একাদশ।খেলায় মার্মা পাড়া একাদশ ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।মঙ্গলবার বিকেল ৪ টায় মর্যাদা আর শ্রেষ্ঠত্ত্বের লড়াইয়ে একে অপরকে ছাড় দিতে নারাজ ছিল। আর তাই হাজারও দর্শকের সমাগমে ম্যাচের প্রথমার্ধ থেকে একের পর এক আক্রমণে ম্যাচটি হয়ে উঠে প্রানবন্ত। খেলার নির্ধারিত সময়ে গোল শূণ্য নাকায় ট্রাইবেকারে গড়ায় ফাইনাল ম্যাচটি।খেলায় অসাধারণ নৈপূণ্য দেখিয়ে যৌথভাবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আশারতলী একাদশের মো: ইসমাইল ও মার্মাপাড়া একাদশের মংক্য মার্মা। সেরা গোল রক্ষক নির্বাচিত হয়েছেন আপ্রু মার্মা।ফাইনাল খেলায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন- বান্দরবানে রয়েছে অনেক প্রতিভাবান খেলোয়াড়। প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড়দের উঠে আসার সুযোগ করে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। যাতে তারা জেলার গন্ডি পেরিয়ে জাতীয় দলে খেলার সুযোগ পায়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আলী হোসেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বাবু লক্ষীপদ দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুল ইসলাম, নাইক্ষংছড়ির উপজেলা আ’লীগের আহবায়ক ক্যাউচিং চাক, যুগ্ন আহবায়ক আবু তাহের কোম্পানী, যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো: ইমরান মেম্বার প্রমুখ।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.