সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠিত ট্রাম্প ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ফাউন্ডেশনের পাশাপাশি প্রতিষ্ঠানের পরিচালক ট্রাম্প, তার সন্তান এরিক ও ডোনাল্ড জুনিয়র এবং মেয়ে ইভাঙ্কাকেও মামলার আসামি করেছেন। ‘একের পর এক আইন ভঙ্গের’ অভিযোগে ওই মামলা করেছেন অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড। মামলায় আগামী ১০ বছরের জন্য নিউইয়র্কের সব অলাভজনক প্রতিষ্ঠানের পরিচালক পদ থেকে ট্রাম্পকে বহিষ্কার এবং তার সন্তানদের এক বছরের জন্য পরিচালনা বোর্ড থেকে বহিষ্কার করার আবেদন করা হয়েছে। ট্রাম্প ফাউন্ডেশন মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে প্রেসিডেন্ট আর তার সন্তানদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
মামলার নথিতে আরও বলা হয়, ট্রাম্প ফাউন্ডেশন ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগো রিসোর্টের বিরুদ্ধে আনা অভিযোগ সমঝোতার জন্য এক লাখ ডলার পরিশোধ করেছিল। এই রিসোর্টটি ট্রাম্পের মালিকানা্ধীন। এ ছাড়া ট্রাম্পের একটি গোল্ড ক্লাবের বিরুদ্ধে অভিযোগ সমোঝতায় ১ লাখ ৫৮ হাজার ডলার এবং আরেকটি গোল্ড ক্লাবের জন্য একটি পেইন্টিং কিনতে ১০ হাজার ডলার পরিশোধ করেছিল।
ট্রাম্প ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এটা নোংরা রাজনীতির নিকৃষ্টতম উদাহরণ। ইতিমধ্যে ট্রাম্প ফাউন্ডেশন দাতব্য কাজে ১৯ মিলিয়ন ডলার খরচ করেছে। ট্রাম্প নিজে কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ফাউন্ডেশনে ৮ মিলিয়ন ডলার দিয়েছেন। এসব অবদানকে তাচ্ছিল্য করার জন্যই এই অপরাজনীতি শুরু হয়েছে।