সিএইচটি নিউজ ডেস্কঃ-রোহিঙ্গা শিশুদের ‘মুখভরা হাসির আড়ালে নিঃসীম শূন্যতা’ দেখে তাদের রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান রাখলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।জাতিসংঘ সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে সোমবার বাংলাদেশে নেমে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখেন প্রিয়াঙ্কা,বলিউড ছাড়িয়ে যার পদচারণা এখন হলিউডেও।চার দিনের সফরের প্রথম দিন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি।শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখেন প্রিয়াঙ্কা,কথা বলেন রোহিঙ্গা শিশুদের সঙ্গে।রুপালি পর্দার এই তারকাকে কাছে পেয়ে মেতে ওঠে শিশুরাও।শুধু মেতে উঠাই নয় নির্যাতনের রোমহর্ষক বর্নণা শুনে এসময় শিউরে উঠেন সাবেক এই বিশ্বসুন্দরী।প্রিয়াঙ্কা চোপড়ার স্পর্শ পেয়ে কান্না গড়িয়ে পড়ে নির্যাতিত অনেক রোহিঙ্গা নারীর।এক শিশুর সাথে কথা বলার সময় চোখের সানগ্লাস খুলে চোখ মুছতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।যুক্তরাজ্যের প্রিন্স হ্যারির সঙ্গে বান্ধবী মেগান মার্কলের বিয়েতে যোগ দেওয়ার দুই দিনের মধ্যেই ইউনিসেফের মিশন নিয়ে বাংলাদেশে এলেন প্রিয়াঙ্কা।হউক তিনি বলিউড সুপার স্টার,নাহয় ইউনিসেফ এর শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফর করছেন,এর পরও তাঁর মহানুভবতা দেখে তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে গেলো,পৃথিবীতে মানুষরুপের সুপার স্টারের তো অভাব নাই কিন্ত কয়জনই পারে এমন সাবলীল উপস্থিতি দিয়ে মানুষের মন জয় করে নিতে?তারউপর তিনি এসেছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার কথা শুনতে।তিনি তার উপস্থিতি কে মাত্র কয়েক ঘন্টায় এতটাই সমৃদ্ধ করেছেন, যে কারও মাথা শ্রদ্ধায় অবনত হতে বাধ্য।যেমন টা আমার হয়েছে।অথচ সুদূর ফ্রান্স থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় পা দিয়ে দুই তিন ঘন্টা বিশ্রাম নিয়েই তিনি ইউএস বাংলার ফ্লাইটে কক্সবাজার চলে যান।যে উদ্দেশ্যে তিনি আসলেন সেই উদ্দেশ্য টা তাঁর কাছে কতটা আন্তরিক ছিলো তা কিন্ত পৃথিবীর সব সুপার স্টার এর জন্য অনুকরণীয় একটি ঘটনা বলেই আমি মনে করি।প্রথম দিনের অভিজ্ঞতায় প্রিয়াঙ্কা শরণার্থীদের মধ্যে বিপুল সংখ্যক শিশু থাকার বিষয়টি তুলে ধরার অভিপ্রায় নিয়ে তাঁর ব্যাক্তিগত ইনস্টাগ্রামে তিনি লিখেছেন,রোহিঙ্গাদের এই প্রজন্মের শিশুগুলোর সামনে ভবিষ্যৎ বলে কিছু নেই। “যদিও তারা হাসছিল,তবে তাদের চোখে আমি দেখেছি নিঃসীম শূন্যতা।” প্রিয়াঙ্কা আরও লিখেছেন, “এখানে মানবিক সঙ্কট যে কতটা গভীর,তার নজির এই শিশুরা।আমাদের সাহায্য তাদের খুবই দরকার।” শিশুদের সাথে তাঁর নিবিড় সম্পর্কের চিত্র গুলো দেখে সত্যি বলতে আবেগের জায়গায় ভীষণ রকম স্পর্শ করেছে।জয় হউক মানবতার,জয় হউক প্রিয়াঙ্কা চোপড়ার এমন জনবান্ধব উদারতার।
লিখেছেনঃ-লুৎফুর রহমান (উজ্জ্বল),সম্পাদক,সিএইচটি টাইমস ডটকম।