

মোঃআলী,(জেলা প্রতিনিধি) বান্দরবানঃ-১৫ আগস্ট ২০১৭ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্কুল ভিত্তিক রচনা প্রতিযোগিতার চুড়ান্তপর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত বরিবার (১৩ আগস্ট) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বাসভবনে পৌর ছাত্রলীগের সদস্য সচিব কাজী আশরাফ হোসেন আশুর সঞ্চালনায় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশীষ বড়ুয়া এর সভাপতিত্বে এসয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) তাহসীন মাসরুফ হোসেন মাশফি,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সামশুল ইসলাম,তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল,পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশুতোষ কুমার দে আশু,মো.জমিস উদ্দিনসহ বান্দরবান জেলা,পৌর ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা।এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে জানুয়ারির মাসের এক তারিখে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিচ্ছে।তারই ধারাবাহিকতায় পার্বত্য জেলা বান্দরবানে ও জানুয়ারি মাসের প্রথম তারিখে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হচ্ছে।আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে শুভেচ্ছা সরুপ ক্রেস্ট ও জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান করেন।উল্লেখ্য যে,বান্দরবান জেলা ১০ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।এদিকে অনুষ্ঠানের ব্যানারে শহর ছাত্রলীগ সভাপতি মোঃইসমাইল এর সভাাপতিত্ব করার কথা থাকলেও চট্টগ্রাম থেকে বান্দরবান ফেরার পথে আকস্মিক এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্রগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা গুরুতর আহত জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ ও তাঁর পরিবারের সদস্যদের পাশে থাকার কারনে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।এইজন্য শহর ছাত্রলীগ সভাপতি মোঃইসমাইল তাঁর অনুপস্থিতির কারনে ফেসবুকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি শহর ছাত্রলীগের অন্যতম যুগ্ম আহবায়ক আশীষ বড়ুয়া এবং সদস্য সচিব কাজী আশরাফুর রহমান আশুকে অনুষ্ঠান সফল করায় ধন্যবাদ জানিয়েছেন।এর পাশাপাশি তিনি বান্দরবান শহর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট নেতাদের ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠান সফল করায় কৃতজ্ঞতা জানিয়েছেন।