

দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ প্রজাতন্ত্র দিবসের আগের দিন রাষ্ট্রপতি ভবনের তরফে এ কথা ঘোষণা করা হল৷
এই ঘোষণা হতেই প্রাক্তন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, দশকের পর দশক ধরে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন প্রণববাবু৷ তাঁর জ্ঞান, দূরদর্শিতা দেশের উন্নয়নে সর্বাত্মকভাবে সাহায্য করেছে।
প্রয়াত সমাজসেবী নানাজি দেশমুখের উদ্দেশ্যে মোদি লেখেন, গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য৷ নিম্নবর্গের মানুষদের জন্য তাঁর কাজ সকলের মনে থাকবে৷ টুইটে সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকাকে ‘কালজয়ী’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ জানান, প্রজন্মের পর প্রজন্ম তাঁর সঙ্গীতে বুঁদ হয়ে রয়েছে