বরিস জনসন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :২৩ জুলাই, ২০১৯ ৭:৫৬ : অপরাহ্ণ 642 Views

বরিস জনসন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের মধ্যে অনুষ্ঠিত ভোটে বরিস জনসন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।দুই নেতার মধ্য থেকে সোমবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দেন ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার নিবন্ধিত নেতা।প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কনজারভেটিভ পার্টির নেতাদের মধ্যে লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনের জনপ্রিয়তা বেশি বলে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশ পায়।দেশটির সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন দলের নেতাই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।সেই নিয়ম অনুযায়ী বুধবার (২৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বরিস জনসন।উল্লেখ্য,ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে চলতি বছরের মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ৭ জুন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের নেতার পদ থেকে থেরেসার সরে দাড়ানোর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে রক্ষণশীল দল। গত ১৩ জুন থেকে শুরু চার দফার ভোটের প্রায় সবগুলোতেই এগিয়ে ছিলেন বরিস জনসন।ইতোমধ্যে বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন থেরেসা মে।এক টুইট বার্তায় তিনি বলেন,কনজারভেটিভদের নেতা নির্বাচিত হওয়ায় বরিস জনসনকে অনেক অভিনন্দন।এখন আমাদের সবাইকে মিলে ব্রেক্সিট ইস্যুতে এমনভাবে কাজ করতে হবে যেন তা সর্বোচ্চ ফলপ্রসূ হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!