কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১০ এপ্রিল, ২০২২ ৮:০৩ : অপরাহ্ণ 267 Views

কলকাতার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে গৌতম ঘোষের তথ্যচিত্র ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’। কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের প্রযোজনায় এই তথ্যচিত্রটি নির্মিত হচ্ছে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষেই তথ্যচিত্রটি করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। আশা করছি জুন মাসের মধ্যে তার নির্মাণ সম্পূর্ণ হবে।’ ৩০ মিনিটের এই তথ্যচিত্রে উঠে আসবে শেখ মুজিবের সঙ্গে কলকাতার সম্পর্ক। ১৯৩৪ সালে ১৪ বছর বয়সে বাবার হাত ধরে চিকিৎসার জন্য প্রথমবার কলকাতায় পা রাখেন বঙ্গবন্ধু। ছাত্রজীবনে কলকাতায় থেকেছেন ১৯৪২ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত। ইসলামিয়া কলেজের কলা বিভাগে ভর্তি হয়েছিলেন। থাকতেন বেকার হোস্টেলে। পরবর্তী সময়ে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন। ছাত্রজীবনের পাশাপাশি রাজনৈতিক জীবনও এগিয়ে চলে। এই পর্যায়ে পার্ক সার্কাস, রিপন স্ট্রিট, আলিমুদ্দিন স্ট্রিটে যাতায়াত করেছেন তিনি। রিপন স্ট্রিটে ছিল ‘মিল্লাত’ পত্রিকার অফিস। কলকাতার যে জায়গাগুলো বঙ্গবন্ধুর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেগুলোর কথা উঠে আসবে এই তথ্যচিত্রে।পরিচালক গৌতম ঘোষ জানিয়েছেন, বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’তে সবকিছু লেখা রয়েছে। তার কলকাতায় থাকার সময়কার বিভিন্ন ঘটনা বারবার অতীতে গিয়ে তুলে ধরার চেষ্টা করা হবে এই তথ্যচিত্রে। বঙ্গবন্ধুর জীবনের এই পর্ব নিয়ে ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্য ছবিও হতে পারে।’ গত ৪ এপ্রিল থেকে কলকাতায় তথ্যচিত্রটির শুটিং শুরু হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!