

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রতারণা পূর্বক বিশ্বাস ভঙ্গ করে টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অপরাধে লামা থানায় দায়ের করা মামলার আসামী মোঃইকবাল ফারুক (৪০)কে বৃহস্পতিবার সন্ধ্যায় লামা পৌরসভার বড় নুনারবিল এলাকা থেকে আটক করেছে লামা থানার পুলিশ।সে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের মোঃ এয়াকুব এর ছেলে। লামা থানা মামলা নং-০১,তারিখঃ-১ এপ্রিল ২০১৭ইং।জানা গেছে, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাইন্যা ঝিরি এলাকার মরহুম মোঃ হোসাইন এর ছেলে মোঃজাকারিয়া আলম (৩৬) এর নিকট থেকে ৩৮ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেছে এমন অভিযোগ এনে গত ১লা এপ্রিল শনিবার লামা থানায় মামলা করে।মোঃজাকারিয়া আলম অভিযোগে উল্লেখ করেন আসামী ইকবাল ফারুক জায়গা বিক্রয়ের কথা বলে ও তাকে বিশ্বস্থতা দেখিয়ে বিভিন্ন সময়ে এই টাকা গ্রহণ করে।পরে জায়গা বা টাকা ফেরত না দেয়ায় সে আইনের আশ্রয় নেয়।মোঃ জাকারিয়া আলমকে আটকের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী অফিসার লামা থানা পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশারফ বলেন,সে থানা হেফাজতে রয়েছে।আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।