বান্দরবানের রুমা উপজেলায় শিক্ষক নুশৈ মং মারমা হত্যা মামলায় আসামি হ্লাসিং মং মারমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।সেইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা,অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বান্দরবান এর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো.আবু হানিফ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হ্লাসিং মং মারমা রুমা উপজেলার ১ নম্বর পাইন্দু ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পাইন্দু উজানি পাড়া এলাকার ক্যঅং প্রু মারমার ছেলে।
নিহত নুশৈ মং মারমা একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপন কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,পূর্ব শত্রুতার জেরে ২০১৭ সালের ২৬ জুলাই নুশৈ মং মারমাকে নিজ হাতে তৈরি অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেন হ্লাসিং মং মারমা। এ ঘটনায় মামলা করেন নিহত ব্যক্তির বড় ভাই মংরে অং মারমা।মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আদালত।
বিস্তারিত আসছে।