

কোটা বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বর্তমান পরিস্থিতিতে রুমা বাজার,রুমা থানা, উপজেলার বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন,পিএসসি।রবিবার (১১ আগস্ট) বর্ডার গার্ড বাংলাদেশ রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।এতে জানানো হয় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় কোটা বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সারা দেশব্যাপী বিভিন্ন সহিংস ঘটনা চলমান রয়েছে।উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক, বিএ-৬৫৭১ লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন,পিএসসি গত ০৮ আগস্ট ২০২৪ তারিখ অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা রুমা বাজার,রুমা থানা,উপজেলার বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন।এছাড়াও রুমা বাজারস্থ স্থানীয় ব্যবসায়ীদেরকে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সকলকে ধৈর্য ধারণ এবং নির্বিঘ্নে সকল কর্মকান্ড পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন।