

বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবানে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে ৩২ ভোট পেয়ে অ্যাডভোকেট মো.জয়নুল আবেদিন সভাপতি ও ৩১ ভোট পেয়ে অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম সহ-সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট মো.খলিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সোমবার বান্দরবান জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। পরে বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন মূখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট স্বপন কুমার চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া, অ্যাডভোকেট দীপংকর দাশগুপ্ত।বান্দরবান জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে ৮টি পদে মোট ১০ প্রার্থী ও মোট ভোটার ছিল ৫৫ জন।ভোটে অংশগ্রহণ করে ৫৩ জন সদস্য। এ কমিটি আগামী ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে।কমিটির অপরাপর সদস্যরা হলেন-অ্যাডভোকেট আবু তালেব (সহ-সাধারণ সম্পাদক),অ্যাডভোকেট আবু জাফর (অর্থ সম্পাদক),অ্যাডভোকেট মে মাচিং চৌধুর (পাঠাগার) ও সদস্য অ্যাডভোকেট শামসুল হক ও কানিজ ফাতেমা মনি।