

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-মাদকের সহজ লভ্যতা বিশেষ করে ইয়াবা বর্তমান তরুন সমাজকে মারাত্মকভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।বান্দরবান জেলার পুলিশের গোয়েন্দা শাখা সবসময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় বান্দরবান পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃইয়াছির আরাফাত ও ওসি ডিবি অপ্পেলা রাজু নাহা এবং সঙ্গীয় গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানাধীন কেচিংঘাটার কেচিংপাড়া নামক স্থানে দুইজন ইয়াবা বিক্রেতাকে আটক করে।আটককৃতরা হলো আবু সৈয়দ (২৪) ও মোঃ আব্দুল সালাম (২৬)।এসময় আটককৃতদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।বান্দরবান পুলিশের সিনিয়র সহকারী পুুুলিশ সুপার (সদর) মোঃইয়াছির আরাফাত জানান,উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।