জাতীয় আইনগত সহায়তা দিবস”২২ উপলক্ষে বর্ণাঢ‍্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৮ এপ্রিল, ২০২২ ১২:২২ : অপরাহ্ণ 296 Views

বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ‍্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বান্দরবানের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো.ফজলে এলাহী ভূঁইয়ার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালি শেষে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো.ফজলে এলাহী ভূঁইয়ার সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র‍্যালি ও আলোচনা সভায় জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল) মো.সাইফুর রহমান সিদ্দিক,বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.আবু হানিফ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.রেজা সরওয়ার এবং বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো.আবুল কালাম,আইনজীবী সমিতির সাবেক সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ উল্লাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।আলোচনা সভায় আলোচকরা বলেন,আইনের চোখে সবাই সমান।এসময় লিগ্যাল এইড এর মাধ্যমে ভুক্তভোগীরা ফৌজদারি ও দেওয়ানী মামলার যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন তা তুলে ধরা হয়।এছাড়াও লিগ্যাল এইড এর মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষ তাদের আইনি সহায়তাগুলো বিনামূল্যে পাওয়ার কথা আলোচনা সভায় তুলে ধরা হয়।পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে লিগাল এইড সম্পর্কে প্রচারণা বাড়ানোর জন্য আহবান জানানো হয়।উল্লেখ্য, বাংলাদেশ সরকারের আইন সহায়তা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইতোপূর্বে ১৯৯৪ ও ১৯৯৭ সালে দুইবার রেজুলেশন করা হলেও লিগ্যাল এইড ব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণ না হওয়ায় সে সময়কার আইন সহায়তা কর্মসূচি ব্যর্থ হয়।এ কারণে ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন পাশ হওয়ার পরপরই সরকার একটি প্রজ্ঞাপন জারি করে।সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে।সমগ্র বাংলাদেশে সরকারি আইন সহায়তা কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব এ সংস্থার উপর ন্যস্ত থাকলেও প্রয়ােজনীয় প্রাতিষ্ঠানিক অবকাঠামাের অভাবে ২০০৯ সালের পূর্ব পর্যন্ত সরকারি আইন সহায়তা কর্মসূচীর উল্লেখযােগ্য কোনাে অগ্রগতি হয়নি।২০০৯ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে একটি সক্ষম ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তােলার প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় সংস্থার জনবল কাঠামাে পুন:বিন্যাস করে প্রয়ােজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ােগ প্রদান করা হয়।প্রথমবারের মতাে সংস্থায় পূর্ণকালীন পরিচালক নিয়ােগ করা হয়।সংস্থার অফিসসহ অন্যান্য ভৌত অবকাঠামাে সৃষ্টি করা হয়।সংস্থার অধীনে দেশের ৬৪টি জেলায় জেলা ও দায়রা জজের নেতৃত্বে জেলা লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে।প্রত্যেক জেলা জজ আদালত ভবনে একটি লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়।জেলা লিগ্যাল এইড কমিটিকে পুনর্গঠনের পাশাপাশি সারাদেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়।সুপ্রীম কোর্টে লিগ্যাল এইড কার্যক্রমকে ঢেলে সাজানাে হয়।লিগ্যাল এইড বিষয়ক আইন,নীতিমালা ও প্রবিধানমালা সংশােধন করা হয়।দরিদ্র জনগণকে আইনগত পরামর্শসহ তথ্য সেবা প্রদানের লক্ষ্যে হটলাইন সার্ভিস চালুর পাশাপাশি সংস্থার সেবাধর্মী কার্যক্রমকে ডিজিটাইলাইজ করার জন্য ওয়েবসাইট তৈরী করা হয়েছে।এছাড়া আইন সহায়তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেডিও,টেলিভিশনে টিভিসি সম্প্রচার শুরু করা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!