

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু মংশৈ উ চাক হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সীতাকুন্ড ও কুমিল্লার চান্দিনা থেকে আটক ৩ জঙ্গিকে বান্দরবানের আদালতে হাজির করা হয়েছে।গতকাল (২৯ মে) সোমবার সকালে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু হানিফের আদালতে তাদেরকে হাজির করা হয়।জঙ্গিরা হলো জহিরুল ইসলাম প্রকাশ জসিম তার ন্ত্রী রাজিয়া সুলতানা আরজিনা ও মোঃহাসান।এদের মধ্যে জহিরুল ইসলাম ও রাজিয়া সুলতানা আরজিনাকে চট্রগ্রামের সীতাকুন্ড ও মোঃহাসানকে কুমিল্লার চান্দিানা থেকে আটক করা হয়।সকালে তাদের কড়া নিরাপত্তায় চট্রগ্রামের আদালত থেকে বান্দরবানে নিয়ে আসা হয়।আদালতে হাজির করার পর তাদের বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে।উল্লেখ্য গত বছরের ১৪ মে রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাক পাড়ায় বৌদ্ধ ভিক্ষু মংশৈউ চাককে গলা কেটে হত্যা করা হয়।এ ঘটনায় আটককৃত ৩ জঙ্গি জড়িত রয়েছে বলে পুলিশ ধারনা করছে।