

মোঃএরশাদ (লোহাগাড়া) চট্রগ্রামঃ-চট্টগ্রামের লোহাগাড়ায় ২টি ধর্ষণ ও অপহরণ মামলার ৩০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাহাব উদ্দিন (৩৪)কে আটক করেছে থানা পুলিশ।
সে পদুয়া মল্লিক ছোবহান এলাকার বাসিন্দা।
এই অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম এবং এসআই প্রভাত কর্মকর্তার নেতৃত্বে একটি পুলিশি দল।থানা সুত্রে জানা যায়,সাজাপ্রাপ্ত অাসামী দীর্ঘদিন ধরে এলাকা থেকে আত্বগোপনে ছিল। গতকাল ৮ এপ্রিল (রবিবার) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পদুয়া-চরম্বা রোডের দক্ষিণ পদুয়া বেপারী পাড়ার হাতিমারা পুকুর পাড় হইতে তাকে আটক করা হয়।আটক সাহাব উদ্দিনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় পৃথক পৃথকভাবে ২টি ধর্ষণ ও অপহরণ মামলা রয়েছে।উক্ত আসামীকে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২,চট্টগ্রাম, লোহাগাড়া থানার মামলা নং- ১০(১১)২০০৫ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/০৩) এর ৭/৯/(৪)(খ)ধারায় পৃথক দুটি মামলায় ৩০বছরের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।