মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ-দেশের শীর্ষ ১০টি সমবায় প্রতিষ্ঠানের একটি বান্দরবানের লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:।আজ শুক্রবার সকাল (২৭ অক্টোবর) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানটির সাফল্যের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী পালন করা হয়েছে।সংগঠনের ১০ হাজার সদস্য ও লামাবাসী সকলের উপস্থিতিতে এক মিলনমেলা পরিণত হয়েছে সভাস্থল।দুইদিন ব্যাপী অনুষ্ঠানে শুক্রবার বিকেলে র্যাফেল ড্র।এছাড়া ২৮ অক্টোবর শনিবার প্রতিষ্ঠানটির ২৩তম সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন।বৃহৎ আর্থিক এই প্রতিষ্ঠানটির নির্বাচন নিয়ে লামা সবর্ত্র চায়ের কাপে ঝড় উঠেছে।সংগঠনের ৩ হাজার শিশু সদস্য ও ৭ হাজার সাধারণ সদস্যসহ মোট দশ হাজার সদস্য রয়েছে। ভোটার সংখ্যা তিন হাজার দু’শত বিয়াল্লিশ জন।রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ তমিজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল,ফাতেমা পারুল,লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম,মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রতিষ্ঠাতা এম.জয়নাল আবেদীন সহ দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (কালব) এর জাতীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তিন জন;লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ,লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর ও লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শারিরীক শিক্ষক নুরুল ইসলাম ফরিদ।সাধারণ সম্পাদক পদে মাতামুহুরী কলেজের লাইব্রেরীয়ান মো:হানিফ,অংহ্লারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ও বান্দরবানের সুয়ালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম।ডিরেক্টর পদে,এমআর মো:শওকতুল ইসলাম,ছাখল খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক থোয়াইনু মার্মা,রুপসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুলতান আহমেদ,ব্যবসায়ি মো:নুরুজ্জামান ও ব্যবসায়ি মো: মোজাম্মেল হক।বিনা প্রতিদ্বন্ধিতায় সহ-সভাপতি পদে মাতামুহুরী কলেজের আইটি শিক্ষক ফরিদুল আলম নির্বাচিত হন।প্রসঙ্গত,সংগঠনটি ১লা জুলাই/১৯৯২ ইং তারিখে প্রতিষ্ঠা লাভ করে।১৯৯৪ সালের ২১ ডিসেম্বর সমবায় কর্তৃক নিবন্ধিত হয়,নং-বান্দরবান/৩৯।এর পর থেকে প্রতিষ্ঠানটি প্রতি তিন বছর পর পর নির্বাচনী পক্রিয়ায় পরিচালনা পর্ষদ গঠন করে।বর্তমানে সংগঠনটির মূলধন প্রায় ১৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.