

গ্রাহক পর্যায়ে আমানত গ্রহণ ও ঋণ দানের মাধ্যমে মুনাফা ভিত্তিক ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যাংকগুলোকে সৃজনশীল ও সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মকাণ্ডে আরো বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।তিনি আজ রোববার (২১ জুলাই) বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর বাজারে ডাচ বাংলা ব্যাংকের ১৮৬তম শাখা উদ্বোধন এর সময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।পার্বত্য এসময়,দেশের অন্যান্য জায়গার মতো পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও তৃণমূল মানুষের চিকিৎসা সেবায় ব্যাংকগুলো এগিয়ে আসার আহবান জানান।মন্ত্রী এসব কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক ও প্রধান নির্বাহী আবুল কাশেম মোহাম্মদ শিরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল,চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি,আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জসিম উদ্দিন কোম্পানী,শিল্পপতি আবুল কাশেম চৌধুরী প্রমুখ।
সভায় প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি,ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা জানান,এ শাখা হতে গ্রাহক সেভিংস,ডিপিএস,এফ.ডি.আরসহ সব ধরনের সুযোগ-সুবিধা অনলাইনের মাধ্যমে বিনা খরচে সেবা নিতে পারবেন।