বান্দরবানে আইএফআইসি ব্যাংকের ১৭৯তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহষ্পতিবার (২৫ মে) সকালে শহরের চেয়ারম্যান পাড়া এলাকায় নব নির্মিত এলিট ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্যাংকের শুভ উদ্বোধন করেন বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা।এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল কান্তি দাশ,পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভ্রত দাশ ঝুন্টু,সমবায় ব্যাংকের চেয়ারম্যান বিমল কান্তি দাশ,বান্দরবান বাজার কমিটির সভাপতি আজিজুল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,দেশে ও বিদেশে আইএফআইসি ব্যাংক যথেষ্ট সুনাম রয়েছে।পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে আইএফআইসি ব্যাংক।এমনকি তৃণমূল পর্যায়ে মানুষের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।এসময় আইএফআই ব্যাংক বান্দরবান শাখার সার্বিক সাফল্য কামনা করেন তিনি।