

বান্দরবান অফিসঃ-বান্দরবান পৌর এলাকার ঐতিহ্যবাহী বালাঘটা বাজারে মেহরাজ সিটি স্টোর শপিং মল এর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।গতকাল বুধবার দুপুর ১২টায় এক ঝমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও বালাঘাটা মেহেরাজ সিটি সেন্টার এর স্বত্তাধিকারী হাজ্বী মোহাম্মদ আলী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মুজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃশফিউল আলম,বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী এম.আব্দুল আজিজ,বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃকামাল হোসেন (মেম্বার), বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা,বান্দরবান জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন,বান্দরবান পৌরসভার ১নং প্যানেল মেয়র ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাবু দিলীপ বড়–য়া,বান্দরবান পৌরসভার ২নং প্যানেল মেয়র ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান খোকন,১নং ওয়ার্ড কাউন্সিলর আবু,বান্দরবান পৌরসভার ১,২,৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ঊজালা তংচঙ্গ্যা,চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী তোশিক চাকমা,সহকারী প্রকৌশলী মোঃএরশাদ বালাঘাটা মেহেরাজ সিটি সেন্টারের মালিক পক্ষের পরিবারের সদস্যবৃন্দগ উপস্থিত ছিলেন।উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।