২০১৯-২০ অর্থবছরের বাজেটে সুদমুক্ত ক্ষুদ্রঋণে বরাদ্দ বাড়ানো হয়েছে। পল্লী অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের অংশ হিসেবে ৬৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
বৃহস্পতিবার (১৩ জুন) বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন তিনি।
বর্তমানে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমে পরিবার প্রতি ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা অতিদরিদ্র জনসাধারণের মধ্যে বিতরণ করা হচ্ছে। এসব কার্যক্রমের মধ্যে ৫০শতাংশ নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.