করোনার কারণে কর্মহীন কিংবা শারীরিক অসুস্থার কারণে কাজে যোগ দিতে না পারা শ্রমিকদের মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার।
তিন মাস এ ধরনের কর্মহীন শ্রমিকদের সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ সহযোগিতা দেওয়া হবে। এজন্য প্রয়োজনীয় অর্থের জোগান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান সরকার।
এ অর্থ কারা, কী প্রক্রিয়ায় পাবে, সে বিষয়ে গতকাল বৃহস্পতিবার একটি নীতিমালা প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রাথমিকভাবে তৈরি পোশাক খাত এবং চামড়া ও চামড়াজাত পণ্য তৈরি খাতের শ্রমিকেরা এ সুবিধার আওতায় আসছেন।
তবে নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত কারখানার কর্মহীন শ্রমিকেরা এই সুবিধার আওতায় আসবেন; অর্থাৎ, বিজিএমইএ, বিকেএমইএ, চামড়া খাতের সংগঠন লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (এলএফএমইএবি), বাংলাদেশ ফিনিশ্ড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সদস্যভুক্ত কারখানার কর্মহীন শ্রমিকেরা এ সুবিধা পাবেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.