এসএমই খাতে ২০ হাজার কোটি টাকার তহবিল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০২০ ২:০৬ : অপরাহ্ণ 544 Views

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতে করোনা ভাইরাসের ক্ষতি মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বরাদ্দের জন্য নীতিমালা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০ হাজার কোটি টাকার ওই তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা। তবে সরকারের দেওয়া ৫ শতাংশ ভর্তুকিসহ ব্যাংক সুদ পাবে ৯ শতাংশ। কোনো ঋণখেলাপি এবং খেলাপি হিসেবে সুবিধা নিয়েছেন এমন কেউ প্রণোদনার ঋণ পাবেন না। করোনার ক্ষতি কাটিয়ে ওঠার উদ্দেশ্যে গঠিত এই তহবিলের ঋণ বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে প্রদত্ত সুবিধা বাতিল করা হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করবে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল এই তহবিল ব্যবস্থাপনার নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালাটি কার্যকরের জন্য সার্কুলার জারি করে ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সক্ষমতা অক্ষুণ্ন রাখা এবং শিল্প-কারখানায় নিয়োজিত জনবলকে কাজে বহাল রাখার প্রয়োজনে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে চলতি মূলধন ঋণ-বিনিয়োগ সুবিধা প্রবর্তনের জন্য গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী ২০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। গ্রাহক পর্যায়ে সহনীয় সুদ-মুনাফার হার কার্যকর করার লক্ষ্যে বর্তমানে চলমান সুদ-মুনাফার হার ৯ শতাংশের বিপরীতে সরকার ৫ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে প্রদান করবে। এই ঋণ দেওয়ার ক্ষেত্রে সিএমএসএমই খাতের উৎপাদন ও সেবা উপখাতকে প্রাধান্য দেওয়া হবে।
এই ঋণের ক্ষেত্রে নির্ধারিত শিডিউল অব চার্জেস ছাড়া অন্য কোনো চার্জ আরোপ করা যাবে না।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!