করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে চলতি অর্থবছরে (২০২০-২১) প্রবৃদ্ধি কিছুটা কমার আভাস দিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছে, এ বছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৫ থেকে ৬ শতাংশ হতে পারে। উন্নয়ন সহযোগী এই প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে আভাস দিলেও ওই পূর্বাভাস হিসাব করার সময় করোনার দ্বিতীয় ঢেউ বিবেচনা করা হয়নি। তবে ৫ শতাংশের ওপরে প্রবৃদ্ধি বেশ ভালো বলে মন্তব্য করেছে এডিবি।
চলতি অর্থবছরের প্রবৃদ্ধি কত হবে, তা নির্ভর করবে কীভাবে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেওয়া হচ্ছে। এর পাশাপাশি টিকা কার্যক্রম কেমন চলছে, এটিও অর্থনীতির সামনের দিকে যাওয়ার সূচক হিসেবে কাজ করবে। এডিবি আরও বলছে, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হতে পারে।
বুধবার প্রকাশিত এডিবির 'এডিবি ডেভেলপমেন্ট আউটলুক ২০২১'-এ এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এ উপলক্ষে এডিবির ঢাকা কার্যালয় অনলাইন সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবির কর্মকর্তা সুন চাং হয়।
প্রবৃদ্ধির পূর্বাভাস সম্পর্কে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, 'চলতি অর্থবছরের প্রথম ৮-৯ মাসের তথ্যউপাত্তের ভিত্তিতে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস প্রাক্কলন করেছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এপ্রিলের শুরুতে লকডাউন দেওয়া হয়। চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এগুলো অবশ্যই প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে। এ কারণে আমাদের প্রাথমিক প্রাক্কলনের চেয়ে প্রবৃদ্ধি ১ শতাংশীয় পয়েন্ট কমে আসতে পারে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.