আউটসোর্সিংয়ের টাকা আসবে মোবাইলে ব্যাংকিংয়ে
আউটসোর্সিংয়ের অর্থ প্রাপ্তি প্রক্রিয়া আরো সহজ হলো। এখন থেকে দেশি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পারিশ্রমিক পাবেন ফ্রিল্যান্সাররা।প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জানানো হয়, ফ্রিল্যান্সারদের কাজের অর্থ লেনদেন সুবিধার সঙ্গে যুক্ত হতে অনলাইন গেটওয়ে সার্ভিস প্রোভাইডার ও বিদেশি সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে চুক্তি করতে হবে।
বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা হিসাবে জমা হওয়ার পর সে অর্থ মোবাইল ব্যাংকিং হিসাবে টাকায় স্থানান্তর করবে ব্যাংক।