বান্দরবান জেলার বিশিষ্ট সমাজসেবক,জেলা আওয়ামীলীগ এর দক্ষ সংগঠক অমল কান্তি দাশ সেরা করদাতার সম্মাননা পেয়েছেন।আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশান হলে তিনি ২০১৮-১৯ অর্থ বছরে বান্দরবান পার্বত্য জেলার পক্ষে সেরা করদাতা হিসেবে এই সম্মাননা গ্রহণ করেছেন।
এসময় অনুষ্ঠানে সেরা করদাতা ক্রেষ্ট প্রদান করেন চট্টগ্রাম কর অঞ্চল ২ এর কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদ।
সেরা করদাতার সম্মাননা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল ২ এর কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি।এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো:আব্দুল মান্নান,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার),পিপিএম, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কমিশনার মোহাম্মদ এনামুল হক,দি চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি মাহবুবুল আলম।
প্রসঙ্গত,বান্দরবান পার্বত্য জেলা সেরা করদাতা হিসেবে অমল কান্তি দাশ এই পর্যন্ত ৬বার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন।